একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের নিশ্চায়ন ফি প্রদান করবেন যেভাবেঃ ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল (রেজাল্ট) ২৫/০৮/২০২০ তারিখ রাত টায় প্রকাশ করা হয়েছে।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ২৬/০৮/২০২০ তারিখ সকাল ১০ টা থেকে ৩০/০৮/২০২০ তারিখ রাত ৮ টার মধ্যে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি (Nagad/Shonali Bank/Teletalk /bKash/Surecash/Rocket এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। কিভাবে এক জন ছাত্র/ছাত্রী রেজিষ্ট্রেশন ফি প্রদান করবে তা নিম্নে দেওয়া হলোঃ
রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়সীমাঃ
২৬ থেকে ৩০ আগস্ট তারিখের মধ্যে ১ম পর্যায়ের নিশ্চায়ন | ক) Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০০ টাকা বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে। খ) Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে। গ) উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই। |
০৫ থেকে ০৬ সেপ্টেম্বর ২য় পর্যায়ের নিশ্চায়ন | ক) মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই। খ) যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা জমা দিতে হবে। |
১১ থেকে ১২ সেপ্টেম্বর ৩য় পর্যায়ের নিশ্চায়ন | ক) যেসব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নতুন Selection পাবে- শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ২০০/- জমা দিতে হবে। |
বিঃদ্রঃ মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন
নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম লেখাপড়া বিডি পাঠক পাঠিকাদের সুবিধার্থে নিচে ছবি সহ দেয়া হলো:
টেলিটকের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম:
বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন ফি দেয়ার নিয়ম-
রকেটের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম-
নগদের মাধ্যমে নিশ্চায়ন ফি জমা দেয়ার নিয়ম-
রেজিস্ট্রেশন ফি প্রদানের নির্দেশিকা ডাউনলোড করুনঃ বিকাশ । টেলিটক । রকেট । নগদ ।