HSC Admission Result 2020

একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল ২০২০ নিয়ম | HSC Admission Result 2020

কলেজ ভর্তি রেজাল্ট ২০২০, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন রেজাল্ট 2020: ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল (রেজাল্ট) ২৫/০৮/২০২০ তারিখ রাত টায় প্রকাশ করা হবে। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ২৬/০৮/২০২০ তারিখ সকাল ১০ টা থেকে ৩০/০৮/২০২০ তারিখ রাত ৮ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি (Nagad/Shonali Bank/Teletalk /bKash/Surecash/Rocket এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

ফলাফল দেখার উপায়ঃ

  • অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
  • আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সরাসরি topcircularbd.com থেকেও জানা যাবে….

কলেজে ভর্তির ফলাফল ২০২০-২০২১ দেখুন এখান থেকে

একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল দেখার নিয়ম – HSC Admission Result 2020

যারা কলেজের জন্য সিলেক্ট হবেন তাদের মোবইলে মেসেজ আসবে। একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট ২০২০ জানার জান্য আপনাকে অনলাইনে ঘাটাঘাটি করতে হবে না।

তার আপনি ইচ্ছা করলে একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট ২০২০ অনালাইন থেকে জানতে পারবেন। অনলাইন থেকে একাদশ শ্রেণীর ‍ভর্তি রেজাল্ট জানতে ক্লিক করুন xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে (ওয়েবাসইটটি ২৫ ই আগষ্ট ২০২০ খোলা হবে।

আপনারা ২৫ আগষ্ট এই লিংকে ডুকবেন) । তার পর আপনার সামনে নিচের মত একটা পেজ আসবে

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

Priojob.com

তারপর এখান থেকে Result লেখাতে ক্লিক করুন। এখন আপনার সামনে নিচের মত একটা পেজ আসবে

Priojob.com

তারপর এখানে রোল, বোর্ড, পাশ করার বছর এবং রেজিস্ট্রেশন নাং দিয়ে যে ভ্যারিফিকেশন কোড আছে এটা খালি ঘরে বসিয়ে View Result ক্লিক করুন।

তাহলে আপনি নিচের ছবির মত আপনার একাদশ শ্রেণীর ভতির রেজাল্ট জানতে পারবেন

Priojob.com

একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল ২০২০ দেখুন | HSC Admission Result 2020 উপরের এর ধাপে ধাপে গিলে রেজাল্ট দেখতে পারবেন।

ধাপ ১:- xiclassadmission.gov.bd এই লিংকে ক্লিক করুন
ধাপ ২:- Reslut লেখায় ক্লিক করুন
ধাপ ৩:- তারপর রোল, বোর্ড, পাশ করার বছর এবং রেজিস্ট্রেশন নাং দিন
ধাপ ৪: -দেখে দেখে ভ্যারিফিকেশেন কোড বসান
ধাপ ৫: – View Result লেখায় ক্লিক করুন।
তারপর আপনি একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট দেখতে পাবেন।

 

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ২৫ আগস্ট

শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত

 

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ২৫ আগস্ট

শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি – তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি – তারা আবেদন ফি ১৫০ টাকা (Rocket /bKash/Nagad/Sonali eSheba/Sonali Web Payment এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ  ০৪ সেপ্টেম্বর

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ০৫ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত। (মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না)

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ০৭ থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন ও ৩য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ১০ সেপ্টেম্বর

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত

ভর্তির সময়সীমাঃ ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

ক্লাশ শুরুর তারিখঃ

৩য় পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সময়সীমাঃ

নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

 

প্রশ্নঃ ১ম পর্যায়ের ফলাফলে আমি কোন কলেজে নির্বাচিত হয়নি। এখন আমি কি করবো?

উত্তরঃ সেক্ষেত্রে আপনি আবার ২য় পর্যায়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোন ফি প্রদান করতে হবেনা। ২য় পর্যায়ে আবেদনের ফলাফল ২১ জুন প্রকাশ করা হবে।

About Sanjida Sultana 2197 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.