Scholarships in Saudi Arabia

সৌদিতে শিক্ষাবৃত্তি, পিএইচডি–মাস্টার্সে ৪০০০ ও ৩০০০ রিয়ালের সঙ্গে অন্য ভাতা

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেবে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এ বৃত্তিতে। আগ্রহী শিক্ষার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

বৃত্তির সুযোগ–সুবিধা

* বিমানের টিকিট (রিটার্নসহ)।
* পিএইচডি এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে প্রায় ৪,০০০ রিয়াল এবং ৩,০০০ রিয়াল থিসিস প্রিন্টিং ভাতা।
* বই শিপিং ভাতা।
* খাবার ভাতা (প্রযোজ্যতার ক্ষেত্রে)।
* থাকার ব্যবস্থা।
* সফল প্রার্থীদের স্বাস্থ্যসেবা।
* প্রস্তুতি ভাতা।
* মাসিক ভাতা।

সৌদিতে শিক্ষাবৃত্তি, পিএইচডি–মাস্টার্সে ৪০০০ ও ৩০০০ রিয়ালের সঙ্গে অন্য ভাতা

আবেদনের যোগ্যতা

বাদশাহ আবদুল আজিজ বৃত্তির আবেদনের জন্য কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো-
* আবেদনকারীদের অবশ্যই আকর্ষণীয় একাডেমিক রেকর্ড থাকতে হবে।
* তিন বছরের বেশি আগে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক প্রশংসাপত্র থাকতে হবে।
* আবেদনকারীদের বয়স ১৭-২৫ বছর হতে হবে।
* পিএইচডি প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই ৩০ বছরের কম বয়সী হতে হবে।
* আরবি ভাষা, ইসলামিক আইন অধ্যয়ন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আবেদনকারীদের অবশ্যই আরবি ভাষায় দক্ষ হতে হবে।
এ বৃত্তির জন্য আবেদন করা যাবে এ বছরের শেষ দিন পর্যন্ত।

 

আবেদনপদ্ধতি

আবেদন করতে ক্লিক করুন (https://dsa-scholarships.kau.edu.sa/404.htm) লিংকে।

 

About Sanjida Sultana 2171 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.