Coronavirus Related Latest Information

Corona virus Related Latest Information. Corona virus Latest News of Bangladesh. The NHS could be “overwhelmed” by the corona virus pandemic in a similar fashion to Italy unless the population makes a “collective national effort to slow the spread” of corona virus, prime minister Boris Johnson has warned.

“The numbers are very stark, and they are accelerating. We are only a matter of weeks – two or three – behind Italy,” he said. Military planners have also been called in to help with localized support systems to ensure vulnerable people self-isolating at home can have basic groceries and healthcare delivered.

Elsewhere, South Korea reported 98 more cases of corona virus on Sunday, taking the total to 8,897 while in China, 46 new infections have been confirmed over the previous 24 hours, 45 of them coming from overseas. All eyes continue to remain on east Asia in fear of a second wave of infections.

এবার করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আক্রান্ত হয়েছেন । ইউসিআর ওয়াল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে রানির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ব্রিটেনের রাজপরিবারে জন্য এটি আতঙ্কের খবর।

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনভাবে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তার করোনায় আক্রান্তের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই সাতদিনের সেলফ আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গগত, করোনা ভাইরাস বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ২০০ টি দেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে।

সুত্রঃ দৈনিক জনকন্ঠ

 

About Sanjida Sultana 2197 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.