BRAC will give free opportunity to university students to participate in entrepreneurship workshops

The online training aims to empower young female students to design innovative business enterprise that address social issues, such as promoting peace, security, gender equity, social cohesion and COVID-19 resilience. The training will help participants to undertake various innovative initiatives to provide inclusive services for vulnerable and marginalized women in the communities. This training will also equip female students to harness the power of technology to address online hate speech and cybercrime. The training will give a brief idea about the various steps to start a new enterprise, to increase the efficiency, effectiveness, impacts and sustainability of the social business through developing a culture of innovation and continuous improvement of the products and customer services. This training will be an integrated toolbox for new and established entrepreneurs so that they can build enterprises based on innovative idea and products linked to peace, prosperity, cohesion and resilience in the society.

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০ ছাত্রীকে বিনামূল্যে উদ্যোক্তা কর্মশালায় অংশ্রহণের সুযোগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী অনলাইনের মাধ্যমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

ইউএন উইমেনের অর্থয়ানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

কর্মশালার আয়োজক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস জানিয়েছে, ‘উইমেন এন্টারপ্রনারশীপ ট্রেনিং’ শীর্ষক এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫ জন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১৫০ ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন নেয়া হচ্ছে।

আবেদনের সর্বশেষ তারিখ: ১৬ নভেম্বর, ২০২০

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

আবেদন করতে এখানে ক্লিক করুন

কর্মশালার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

About Sanjida Sultana 2201 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.