Ministry of Culture Recruitment Circular 2023 (MOCA Job Circular 2023) has been published. Published on www.moca.gov.bd website on 13 June 2023. A total of 14 people will be recruited for 04 posts. MOCA circular 2023 interested male and female candidates can apply online application will start from 25th June 2023.
Ministry of Culture Recruitment Circular 2023
We publish all the government and private jobs news in Bangladesh on our website and discuss in detail about all types of job news. Through this post, I have discussed in detail about the Ministry of Culture Recruitment Circular. If you are interested to know detailed information about Ministry of Cultural Affairs (MOCA) job notification then you can read the post carefully from start to end. All the information related to the vacancies mentioned in the Ministry of Cultural Affairs (MOCA) job circular is mentioned below-
আমেরিকান ডিভি লটারিতে ১৮-৪০ বছর বয়সীদের জন্য ২০২২/২৩ এ বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে! বাড়ি বসে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। আবেদন করতে চাইলে নিচের DV Apply Now তে ক্লিক করুন।
আবেদন করুন
- আরও পড়ুন:
আবেদনের শুরু সময় : ২৫ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ জুলাই ২০২৩ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
০১ জুলাই, ২০২৩ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বিভাগীয় প্রার্থীর (ক্রমিক নং ২ এবং ৩) ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
- ভিজিট করুন http://moca.teletalk.com.bd/ ওয়েবসাইট।
- Application Form অপশনে ক্লিক করুন।
- ০৪ টি পদের মধ্যে হতে যেকোন একটি পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- No সিলেক্ট করুন তারপর পুনরায় Next এ ক্লিক করুন।
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে প্রথম ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা এবং বাকি ০৪ নং পদের জন্য ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (এমওসিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: MOCA <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: MOCA <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
এ সপ্তাহের ভাইরাল সেরা নিউজ দেখতে ক্লিক করুন।