Eco-Social Development Organization (ESDO) today offer ESDO NGO Job circular 2020 on their official site www.esdo.net.bd. Now Eco-Social Development Organization job circular will take 132 new job post today. I hope you will apply the ESDO job circular 2020. This esdo project post name is Technical Officer, মনিটরিং এ্যান্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর), Gender & Inclusion Coordinator (Re-circular), শিক্ষানবিশ ফিল্ড অফিসার.
Eco-Social Development Organization (ESDO) Established in 1988 with a noble vision to stand in solidarity with the poor and marginalized.its guiding principle. ESDO is one of the most dynamic organizations expanding its development interventions across 273 upazilas under 49 districts of Bangladesh covering over 8.46 million poor and vulnerable people.Being a peoples` centered organization, ESDO envisioned for a society which will be free from inequality and injustice, a society where no child will cry from hunger and no life will be ruined by poverty.
Eco-Social Development Organization ESDO NGO Job circular 2020
Name of Organization: Eco-Social Development Organization (ESDO)
Job Published Date: 24, August, 2020
Post Position: Technical Officer-30, মনিটরিং এ্যান্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর) 01, Gender & Inclusion Coordinator (Re-circular)-01, শিক্ষানবিশ ফিল্ড অফিসার-100
Job Types: NGO Jobs
Age Limit: N/A
Total Number of Vacancies: 132
Salary Range: 15,000 – 20,000 Taka
Educational Requirements: Honours/ Masters
Application Deadline: 26,30, August & 08, September, 2020
Website: www.esdo.net.bd
Job Location: Anywhere in Bangladesh
Job Responsibilities
- ঋণ বিতরন, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা
- দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহন পূর্বক দলগঠন সম্পন্ন করা।
- দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা।
- সংশ্লিস্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা।
- নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋনের কিস্তি আদায়ে পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক বিষয় যথাঃ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা
- সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা।
- ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা।
- দৈনন্দিন ১০০% আদায় নিশ্চিত করা।
- নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাহিরে গেলে মুভমেন্ট রেজিষ্টারে স্বাক্ষর করা।
- ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করা
- রিপোর্টিং নির্দিষ্ট ছক অনুযায়ী রিপোর্ট করবেন।
- কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা
Employment Status
Full-time
Educational Requirements
- কমপক্ষে স্নাতক পাশ হতে হবে ।
Additional Requirements
- Age 22 to 30 years
- Both males and females are allowed to apply
- মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানষিকতা থাকতে হবে
- অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানষিকতা থাকতে হবে
- বাংলাদেশের যেকোন স্থানে যেখানে ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচি রয়েছে সেই কর্মস্থলে কাজ করার মানষিকতা থাকতে হবে।
- বাই-সাইকেল চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- চাকুরীতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মুল্যের নন-জুটিশিয়াল ষ্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক জামিননামা প্রদান করতে হবে।
- সাক্ষাৎকারের সময় মুল সনদ পত্র দেখাতে হবে এবং চাকুরীতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মুল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে।
- চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ ২,৫০০/- জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহন করতে হবে।
- চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে।
Job Location
বাংলাদেশের যেকোনো স্থানে
Salary
- শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে ১৫,০০০/-। শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীকরনের পর প্রারম্ভিক বেতন হবে ২০,০০০/-।
Compensation & Other Benefits
- এছাড়াও সংস্থার প্রচলিত সুবিধাদী (বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা , মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস) প্রাপ্য হবেন।
Eco-Social Development Organization job Apply Process 2020
Interested candidates are requested to submit their resume with cover letter along with recent Passport size Photo, photocopy of all academic and experience certificates, NID card /Citizenship certificate including two references. Applications should reach within 08/09/2020 by post or Currier or hand to hand delivery to : APC(HR), ESDO Head Office Collegepara (Gobindanagar), Thakurgaon-5100, Bangladesh.
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে।
লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস/ই-মেইল/পত্রের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।(যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
এপিসি (এইচআরডি)
মানব সম্পদ বিভাগ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিস
গোবিন্দনগর (কলেজপাড়া), ঠাকুরগাঁও-৫১০০, বাংলাদেশ।