Corona virus Related Latest Information. Construction of the Akij Group Hospital for those affected by the obstruction of the counselor. The construction of the Akij Group Hospital for Corona has been stopped after local councilors did not contribute. The council got mad at the local people for not getting the money. They later announced the construction of the hospital. Angry people. Assistant Commissioner of the Tejgaon Industrial Zone, Tejgaon Division, DMP, said Salman Hassan, Locals and locals protested in front of the organization when news broke that the hospital was setting up a hospital to treat coronary patients.They will not allow any such hospital, they claim.
কাউন্সিলরের বাধায় বন্ধ করোনা আক্রান্তদের জন্য আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ কাজ
স্থানীয় কাউন্সিলরকে চাঁদা না দেয়ায় থামিয়ে দেয়া হয়েছে করোনার জন্য আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ কাজ। টাকা না পেয়ে স্থানীয় জনতাকে লেলিয়ে দেয় কাউন্সিলির। পরে তারা হাসাপতালের নির্মাণ কাজ ঘোষণা করেছে।
বিক্ষুব্ধ জনগণ। এ ব্যাপারে ডিএমপি’র তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয়রা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে। তারা এমন কোনো হাসপাতাল হতে দেবে না, এমনটাই দাবি তাদের।
জানা যায়, আকিজ গ্রুপের পরিচালকেরা ব্যবসার বিভিন্ন বিভাগ থেকে নানাভাবে মানুষকে সহায়তা করছেন। তারা মাস্ক তৈরি করে দিয়েছেন। খাদ্য বিতরণ করছেন। জীবাণুনাশক বিতরণ করছেন। এক কর্মকর্তা বলেন, চীনের উহানে কয়েক দিনের মধ্যে যেভাবে হাসপাতাল তৈরি হয়েছে, সেভাবেই বাংলাদেশে হাসপাতালটি তৈরি করার চেষ্টা চলছে। জমিটিতে এতদিন আকিজ গ্রুপের কিছু কিছু কাজ হতো। সব খালি করে হাসপাতাল করা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর শফিক সাংবাদিকদের বলেছেন, ‘এমন হাসপাতাল মহল্লার মধ্যে ন াহওয়া ভালো । তাই জনতা গিয়েছিলো।’
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে হাসপাতাল বন্ধের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। যারা ভুল ম্যাসেজে ভুল বুঝে বিক্ষোভ করতে এসেছিল তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।
তথ্যমতে, শুক্রবার থেকেই একটি খবর চাউর হয় যে, করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল। আর সেটা করছে আকিজ গ্রুপ। দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ব্যক্তি উদ্যোগে এটি করছেন বলেও জানা যায়। এ খবরে বিভিন্ন মহলে আশার সঞ্চার হয়। নেটিজেনরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।