ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্সে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে মাস্টার্সে ভর্তির সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেক্ষেত্রে তাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে। সম্প্রতি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষার্থীদের বেধে দেয়া দুই শর্ত হলো- তাদের কেউ দুইয়ের অধিক বিষয়ে তারা অকৃতকার্য হতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো- কৃতকার্য হওয়ার আগে তারা মাস্টার্সের ফরম পূরণ করতে পারবে না।
সভা সূত্রে জানা যায়, ২০১৮ সনের ৪র্থ বর্ষ সম্মান পরীক্ষার অনধিক দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শ্রেণিতে ভর্তি হতে পারবে। একইভাবে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) পরীক্ষায় অনধিক দুইটি বিয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্স শেষ পর্বে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হলো যে, অকৃতকার্য নিয়ে কৃতকার্য হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।
এছাড়া ডিগ্রি (পাসকোর্স) ৩য় বর্ষ ২০১৭ সনের পরীক্ষায় অনধিক দুই পত্রে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্স ১ম পর্থে (প্রিলিমিনারি) ভর্তি হতে পারবে। তবে শর্ত হলো- অকৃতকার্য পত্রে কৃতকার্য না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।
সভায় বিবিধ এজেন্ডা হিসেবে শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং রেজিস্ট্রেশন কার্ড প্রদানের বিষয়ে আলােচনা করা হয়। সেক্ষেত্রে অসমাপ্ত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয় গৃহীত সিদ্ধান্তের আলােকে স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের SIF-এ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকায় SIF-কে রেজিস্ট্রেশন কার্ড হিসেবে ঘণ্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, ২০২০-২১ শিক্ষার্থে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিষয় আলোচনা উঠলেও তা পরবর্তীতে বিস্তারিত আলােচনার জন্য স্থগিত রাখা হয়। এছাড়াও, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ও মাস্টার্স ১ম পর্বে (প্রিলিমিনারি) সম্বিত ভর্তি ফি নির্ধারণের বিষয় আলোচনা করা হয়েছে। তবে পূর্বের নিয়ম বহাল রাখার পক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।