বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এইচএসসি প্রোগ্রামে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ওপেন স্কুল পরিচালিত ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য এখানে।
ভর্তির যোগ্যতাঃ এসএসসি / সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন পদ্ধতিঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এইচএসসি প্রোগ্রামে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট OSAPS.BOU.EDU.BD এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে ।
ভর্তি সংক্রান্ত তথ্যঃ
- আবেদনের তারিখঃ ১৬ মার্চ থেকে ১০ ডিসেম্বর, ২০২০
- বিলম্ব ফিসহ ভর্তিঃ – – ২০২০ (বিলম্ব ফি: ১০০ টাকা)
- ওরিয়েন্টেশনঃ –
ওপেন স্কুল এইচ.এস.সি প্রোগ্রাম ২০২০-২১ শিক্ষাবর্ষ ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি ও অন্যান্য ফিঃ
- অনলাইন আবেদন ফিঃ ১০০ টাকা
- রেজিস্ট্রেশন ফিঃ ১৫০ টাকা
- কোর্স ফিঃ (প্রতি কোর্স ৬১৭ টাকা করে) ৩৭০২ টাকা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যাবহারিক ফিঃ ১৩১ টাকা
- একাডেমিক ক্যালেন্ডার ফিঃ ৫০ টাকা
- ডিজিটাল আইড কার্ডঃ ২০০ টাকা
- পরীক্ষা ফিঃ (প্রতি কোর্স ৫৩ টাকা) ৩১৮ টাকা
- প্রথম বর্ষ নম্বরপত্র ফিঃ ৭০ টাকা
- মোট ভর্তি ফি: (নূন্যতম) ৪,৭২১ টাকা