করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ পরীক্ষা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনার্স ১ম বর্ষের পরীক্ষা আগষ্টে শুরুর কথা থাকলেও এ পরীক্ষার ফরম ফিলাপের ডেট এখনও দেওয়া হয়নি। কবে নাগাদ অনার্স ১ম বর্ষের এসব পরীক্ষা হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।
অনার্স ১ম বর্ষের পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতি স্বাভাবিক হলেই অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে। কলেজ খুললেই অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে এবং ফরম পূরণ শেষ হলেই অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ হবে।
শুধু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নয়, একের পর এক বাতিল হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। মাস্টার্স শেষ পর্ব, ডিগ্রী ২য় বর্ষ, অনার্স ৩য় বর্ষ ও অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা করোনার সংক্রমণের কারণে স্থগিত হয়ে গেছে। এদিকে মাস্টার্স ১ম পর্ব, ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার সময় পেরিয়ে গেছে অথচ ফরম ফিলাপ শুরু হয়নি এখনো। ফলে পরীক্ষার কারণে এসব শিক্ষার্থীরাও ঝুলে আছে।
চোখ রাখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ কবে নাগাদ হবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, আমরা কলেজ খোলার অপেক্ষায় আছি। কলেজ চালু হলেই স্থগিত পরীক্ষা নেওয়া হবে। নতুন সূচিও দেওয়া হবে। একই দিনে একাধিক বর্ষের পরীক্ষা নিয়ে পরীক্ষা জট কমিয়ে ফেলার চিন্তা রয়েছে বলে তিনি জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্হ কলেজসমূহে ৪ লাখের বেশি শিক্ষার্থী অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত রয়েছে। ৭৫০ টির বেশি কলেজে ৪ লাখেরও বেশি শিক্ষার্থী ৩১ টি বিষয়ে অনার্স ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।