পরীক্ষা কমিটির সভার সিটিং এলাউন্স, পরীক্ষার খাতা দেখার সম্মানীসহ যেকোন ধরণের সম্মানী করযোগ্য সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের পরীক্ষার খাতা দেখা, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের সম্মানীতে ১০% হারে কর কর্তন করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এবং অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) কর্তৃক ২২ জুন ২০১৭ এ প্রকাশিত এস.আর.ও নং- ২১১-আইন/আয়কর/২০১৭ অনুযায়ী পরীক্ষা কমিটির সভার সিটিং এলাউন্স, পরীক্ষার খাতা দেখার সম্মানীসহ যেকোন ধরণের সম্মানী করযােগ্য।
বিধায় এ আদেশের পরিপ্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহের কাজের সাথে সম্পৃক্ত সম্মানিত শিক্ষকগণের সম্মানী/পারিশ্রমিক এর (পরীক্ষার খাতা দেখা, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন) বিল হতে ১০% হারে উৎসে কর কর্তন করা হয়েছে।
কর্তনকৃত আয়করের প্রত্যয়নপত্র On Line এর মাধ্যমে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) Home Page এ Service Menu এর মধ্যে examiner Tax Statement-এ Click ক্লিক করে নিজ নিজ Profile/TMIS Number দিয়ে সম্মানিত শিক্ষকগণ তাঁদের স্ব স্ব আয়কর প্রত্যয়নপত্র Print করে সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে।