মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে। ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের নিজস্ব স্কুল হতে এসএসসি পরীক্ষার সনদ সংগ্রহ করতে পারবেন।
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিট বিতরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ড এর অফিস থেকে শিক্ষক/অধ্যক্ষ নিজের বা তার প্রেরিত প্রতিনিধির মাধ্যমে জেলাওয়ারি নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করা যাবে।
জেলাওয়ারী এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ
ঢাকা মহানগর এলাকায় ৯ আগষ্ট, ঢাকা জেলা ও ফরিদপুর জেলায় ১০ আগষ্ট, টাংগাইল ও শরীয়তপুর জেলায় ১২ আগষ্ট, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় ১৩ আগষ্ট, নরসিংদী ও গােপালগঞ্জ জেলায় ১৪ আগষ্ট, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও মাদারীপুর জেলায় ১৭ আগষ্ট, গাজীপুর ও রাজবাড়ী জেলায় ১৮ আগষ্ট এ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ নিজের বা তার প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সিদ্ধান্তের কপি অথবা একাডেমিক ট্রান্সক্রিট গ্রহণের জন্য আবেদনের উপর বিদ্যমান ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই জানতে হবে, অন্যথায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা সম্ভব হবে না।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে ০৭ (সাত) দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশােধন করে নিতে হবে। নির্দিষ্ট তারিখ ব্যতিত অন্য তারিখে জেলাওয়ারী একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে না। ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের স্কুল হতে এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন।