এই মাসেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সংক্রান্ত সর্বশেষ তথ্য। দীর্ঘ অপেক্ষার পর ষোড়শ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফলাফল প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মার্চ মাসে রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে সব অফিস-আদালত বন্ধ থাকায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি। খুুুব শীঘ্রই ফল প্রকাশ করার পরিকল্পনা করেছে এনটিআরসিএ।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এ বিষয়ে এনটিআরসিএর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে। ফল তৈরির কাজ মোটামুটি শেষ হয়েছে। দ্রুত ফল প্রকাশ করার পরিকল্পনা আছে। তবে, কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা সুস্পষ্টভাবে বলতে পারছি না। তবে নতুন সপ্তাহেই ফল প্রকাশ করা সম্ভব।

এর আগে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আওয়াল হাওলাদার জানিয়েছিলেন, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল মার্চ মাসে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া ছাড়া ফল প্রকাশের বিষয় কিছুই বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে ১৬ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হলো ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। এদিকে দৈনিক শিক্ষাডটকমে ইমেইল ও টেলিফোন করে এবং নিয়মিত ফেসবুক লাইভে অংশ নিয়ে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তা জানতে চাচ্ছেন দর্শকরা।

Grameenphone এর মাইজিপি এপ ডাউনলোড করে জিতে নিন ৩ জিবি ফ্রি ইন্টারনেট এবং ১৭০ মিনিট ফ্রি এর সাথে ১৭০ টি মেসেজ একদম ফ্রি এছাড়া ফ্রি পয়েন্ট তো থাকছেই MyGP App Download Now নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!সাথে আছে আরো অ্যাপ অফার: – প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস .সর্বমোট ১৫০ টাকা বোনাস পাবেন একজন বিকাশ গ্রাহক। এছাড়া যারা একাউন্ট খুলেছেন তারাও বিকাশ এপ ডাউনলোড করে প্রথম প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! Bkash App Download Link

 

About Sanjida Sultana 2205 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.