মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের ওয়েবসাইটে কর্মচারীদের আলাদা তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত এই তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিক রয়েছে কি না, তা আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ১৫৫ জন উচ্চমান সহকারী, ৭ জন সাঁট মুদ্রাক্ষরিক, ২২২ জন হিসাবরক্ষক কাম ক্লার্ক, এক জন প্রধান সহকারী, উপজেলা পর্যায়ে কর্মরত ৩৯৪ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ১৩৫ জন হিসাবরক্ষক রয়েছেন এই তালিকায়।
শিক্ষা অধিদফতরের চিঠিতে তালিকায় থাকা কর্মচারীদের নাম ও তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।
কোনো কর্মচারীর তথ্য ভুল থাকলে তা সংশোধনের আবেদন ও কাগজপত্র ৯ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে (dshepromotion@gmail.com) শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন