সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নোটিশ প্রকাশ

সরকারি পলিটেকনিক ডিপ্লোমা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নােটিশ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন সরকারি পলিটেকনিক টিএসসি/ ইন্সটিটিউট অব মেরিন টেকনােলজি ও অন্যান্য সরকারি ডিপ্লোমা (কৃষি, টেক্সটাইল, ফিসারিজ, ফরেস্টি ও লাইভস্টক) প্রতিষ্ঠানের ভর্তির বিজ্ঞপ্তি।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ১ম, ২য় ও ৩য় পর্যায়ের ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা পলিটেকনিক ইনস্টিটিউট এ মনোনীত হয়েছে তাদের ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট পলিটেকনিক ইনস্টিটিউট এ গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে এসএসসির মূল নম্বরপত্র, ছবি (৩ কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ২৩/০৯/২০২০ হতে ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী প্রতি ৭০৫ টাকা আদায় করতে পারবে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভর্তি ফি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক নির্ধারিত হবে।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ডিপ্লোমা কোর্সে ভর্তির শর্তাবলিঃ

• ২৩/০৯/২০২০ হতে ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি না হলে, অনলাইন ভর্তি বাতিল বলে গণ্য হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ০১/১০/২০২০ হতে ১০/১০/২০২০ এর মধ্যে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করা হবে। যেসকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকা হতে ভর্তি নিশ্চায়ণ সম্পন্ন করবে, তারা ভর্তি নিশ্চায়নের শেষ তারিখ হতে পরবর্তী ০৫ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে ক্লাশ আরম্ভের তারিখ পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।

• ভর্তি ফরম ছাত্র-ছাত্রী কর্তৃক স্ব-হস্তে পূরন করে অত্র প্রতিষ্ঠানে জমা নিতে হবে।

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

• ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই মূলনম্বরপত্র জমা নিতে হবে এবং প্রতিষ্ঠানকে রেজিষ্রশনের সময় মূলনম্বরপত্র কারিগরি শিক্ষা বাের্ডে প্রদর্শন করতে হবে।

• ছাত্র-ছাত্রীর পাসপাের্ট সাইজের (০৩) কপি সত্যায়িত রঙ্গিন ছবি জমা ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রসংশাপত্রের ফটোকপি জমা নিতে হবে।

• কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদ দেখে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত কপির পরিচালক (কারিকুলাম), বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর ৩০/১০/২০১৯ ইং তারিখের মধ্যে পুরাতন ভবনের ৪র্থ তলা ৪১২ নং কক্ষে প্রেরণ করতে হবে। মিথ্যা সনদ প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল গণ্য হবে।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
       সরকারি পলিটেকনিক ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তির ফরম

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির প্রযােজ্য ক্ষেত্রে মূল সনদসমূহ নিম্নরুপ

• ক্ষুদ্র নূ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্টি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র।

• মুক্তিযযােদ্ধার সত্তান/সন্তানের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্টি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলার কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে।

• শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারির সভভানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিদপ্তর/দপ্তর/ প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র।

• প্রতিবন্ধি/বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষর্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র।

• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদি ট্রেড কোর্সধারীদের সনদ ।

About Sanjida Sultana 2166 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.