শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন নোটিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন নোটিশ জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত নোটিশ মোতাবেক, প্রার্থীদের সংশোধনী ও ডুপ্লিকেট সনদ মঞ্জুর এবং নামঞ্জুর আবেদনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কারুল ইসলামের স্বাক্ষরিত নোটিশটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে নতুন এ তথ্য জানানো হয়। সেবা প্রত্যাশীরা এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন বলেও নোটিশে বলা হয়েছে।

নোটিশে জানানো হয়েছে, এনটিআরসিএর অধীনে অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধন ও ডুপ্লিকেট সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর এবং নামঞ্জুর আবেদেনের তথ্য এখন থেকে ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হবে।

 

About Sanjida Sultana 2197 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.