
মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যেই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক এবং প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের বদলির অনলাইন আবেদন আজ থেকে শুরু হচ্ছে।
সম্প্রতি জারি করা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুসারে অনলাইনে এসব কর্মকর্তার বদলির আবেদন গ্রহণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন
সোমবার এ সংক্রান্ত তথ্য জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে বদলির অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা। বদলির আবেদনের প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।