এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি দেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। অষ্টম পর্যায়ে এ বৃত্তি পাবে ৬০০ শিক্ষার্থী।
এজন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও উচ্চশিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অষ্টম পর্যায়ে ২০১৯ সালের জন্য বৃত্তির সংখ্যা ৬০০। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে পারবেন।
ট্রাস্টের http://www.bffwt.gov.bd/ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ আছে। http://www.bffwt.gov.bd/ ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে। কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।’
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন