★ ডিগ্রির উপবৃত্তির জন্য আবেদন করে ইতিমধ্যে যারা ভুল তথ্য দিয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য করণীয়ঃ





★ অনলাইনে আবেদন করে পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়ঃ




★ প্রিন্ট কপিতে ১০ ডিজিটের সংখ্যা প্রদর্শিত হলে কি করবো?

★ জন্মতারিখ সঠিক দেওয়ার পরও ভুল আসছে- করনীয় কি?

★ প্রিন্ট কপি ডাউনলোড করতে গিয়ে. Json ফাইল আসতেছে করনীয়?

★ আবেদন করার পর প্রিন্ট কপি যেভাবে পাবেনঃ



উক্ত পিডিএফ ফাইলটি যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন।
#উল্লেখ্য,অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি বের করার পর,উক্ত প্রিন্ট কপিসহ কলেজ নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র, কলেজ নোটিশের নির্দিষ্ট তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।ইতিমধ্যে বেশ কিছু কলেজের নোটিশ দেওয়া হয়েছে। যেসব কলেজে নোটিশ দেওয়া হয়নি, অপেক্ষা করুন এবং কলেজের সাথে যোগাযোগ রাখুন।


★ কীভাবে আবেদন করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল লিংকঃ https://youtu.be/V4Par0OtIt4
★ আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://estipend.pmeat.gov.bd
#এক_নজরে_অনলাইনে_আবেদন_করতে_যা_যা_লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।
(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র #বিকাশ,#রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন)
#কলেজে_আবেদন_জমাদানের_সময়_যা_যা_লাগতে_পারেঃ
১. ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;
২. সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি;
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
৫. অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।
★ শর্তাবলীঃ
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।
★ জেনে রাখুনঃ






***উপবৃত্তি সংক্রান্ত যেকোনো আপডেট পেতে গ্রুপের সাথেই থাকুন***







