গতবছরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ ৯ নভেম্বর পর্যন্তঃ ঢাকা বোর্ড

গতবছরের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সর্বশেষ সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ৯ নভেম্বরের মধ্যে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের ফরম অনলাইনে পূরণ করতে হবে। ঢাকা বোর্ড থেকে এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি শুধুমাত্র তারা এ সময়ে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন। ১ নভেম্বর থেকে আগামী ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ইএসআইএফ পূরণ করে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলেছে ঢাকা বোর্ড। 

এ সময়ের মধ্যে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন শেষ করতে না পারলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও জানিয়েছে ঢাকা বোর্ড। 

 

About Sanjida Sultana 2197 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.