আজ ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি

আজ সোমবার (৩০ নভেম্বর) ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ আর ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

৪৩তম বিসিএসের জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে। এতে শিক্ষায় নেওয়া হবে সবচেয়ে বেশি। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিএসসি। পিএসসি সূত্র জানিয়েছে, বিশেষ বিসিএসে নিয়োগ দিতে হলে বিধিমালা সংশোধন করতে হয়। তারা সেই প্রক্রিয়া শেষ করেছে।

 

About Sanjida Sultana 2201 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.