Student Scholarship Notice 2021 Has Been Published. Sonali Bank Scholarship Notice. The Sonali Bank scholarship notice has been published in the first light of the 2021 newspaper. Today on 02 March 2021, Sonali Bank authorities published the notice of their SCR scholarship in Official Website in the year 2021.
Sonali Bank is the most popular and one of the leading banks of Bangladesh government. Sonali Bank Scholarship Notice 2018. Today has published Sonali Bank Scholarship Notice 2018 by the Authority. If you want to apply, you have followed this full circular. You can find our website Jobs.ShonarBD.com for Sonali bank scholarship notice 2021.
Scholarship Published Date:
Scholarship Application Start Date:
Scholarship Application Deadline date :
Scholarship: See the Job Circular
















Sonali Bank Scholarship Notice. The Sonali Bank scholarship notice has been published in the first light of the 2021 newspaper. Today on 02 March 2021, Sonali Bank authorities published the notice of their SCR scholarship in Official Website in the year 2021.
Student Scholarship Notice 2021
আবেদন করুন এই লিঙ্ক থেকেঃ https://topcircularbd.com/how-to-get-a-canadian-work-permit-in-2021-8/?fbclid=IwAR1fL8UyILzL-ozfA4aMMZTk3wspuLIzTe9cE-GkU5ksP3H3OX6Bsf_35fk
আমাদের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TopCircularBD/
আমাদের ফেইসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/3422431181152182/
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

আবেদন করতে পারবেঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক বা সমমান পর্যায়ে সকল শিক্ষার্থীরা।

আবেদনের সময়সীমাঃ ০৭ মার্চ ২০২১ পর্যন্ত
***প্রয়োজনীয় কাগজপত্রঃ
১/ বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।
২/ নিজের আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদের নম্বর।
৩/ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর
৪/ ইমেইল এড্রেস
৫/ সচল মোবাইল নম্বর (অবশ্যই নগদ একাউন্ট সচল থাকতে হবে! নাহ থাকলে,খুলে নিবেন)
★ আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ
**আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক। নিচের স্কিনশটের চিহ্নিত অপশনগুলো অনুসরণ করতে পারেন।

পরের ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর / জন্ম নিবন্ধন সনদের অনলাইন নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে যান।

এই ধাপে ‘সহয়তা/ভাতা/অনুদান’ অপশনে ক্লিক করে ৩৮ নং ‘শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ অপশনে ক্লিক করবেন।

এরপরের ধাপে আপনার সকল তথ্য এবং প্রত্যয়নপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
**আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
*** আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
***প্রত্যয়ন পত্র আপলোডের জন্য (সর্বোচ্চ ফাইলের আকার ১০ মেগাবাইট। অনুমোদিত ফাইল এক্সটেনশান সমূহ: gif, png, jpg, jpeg, pdf)

সেবা প্রদানের সময়সীমা ১২০ কার্যদিবস। মোবাইল ব্যাংকিং(নগদ) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। স্নাতক/সমমান পর্যায়ে অনুমোদিত বাজেট এর উপর নির্ভর করে একজন শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ 10000/- টাকা মঞ্জুর করা যাবে।
#বি_দ্রঃ প্রত্যয়ন পত্র ছাড়া চেষ্টা করলে আবেদন করা যাবে নাহ —পরিশ্রম সবই বৃথা যাবে৷
উল্লেখ্য, ইহা প্রধানমন্ত্রীর ট্রাস্ট কর্তৃক স্নাতক ডিগ্রী পর্যায়ে দেওয়া উপবৃত্তির আবেদন নয়! স্নাতক ডিগ্রী পর্যায়ে ২০১৯-২০ সেশন ১ম বর্ষ নিয়মিত শিক্ষার্থীরা এবং ডিগ্রিতে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা, যারা আগে আবেদন করতে পারেননি তাদের উপবৃত্তির আবেদনের সুযোগ ২০২১ সালের আগস্ট/সেপ্টেম্বর মাসে দেওয়া হবে!