জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তির ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তির ফল প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ১ম মেধা তালিকা প্রকাশ ও সােনালী সেবার মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফি প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-ইন-লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ১ম মেধা তালিকা ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকাল ৫ টায় প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Master’s Tab অথবা Important Noticeঅপশন থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তির ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তি কার্যক্রমে নির্বাচিত প্রার্থীদের ০১ (এক) বছরের জন্য কোর্স ফি বাবদ সর্বসাকুল্যে ২৪,৫০০/- (চব্বিশ হাজার পাঁচশত) টাকা জমা দিতে হবে। এ লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে ২৮ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে ১ম কিন্তির জন্য নির্ধারিত ১২,২৫০/- (বার হাজার দুইশত পঞ্চাশ) টাকা এবং তিন মাস পরে (তারিখ পরে জানানাে হবে) ২য় কিস্তির ১২,২৫০/- (বার হাজার দুইশত পঞ্চাশ) টাকা সােনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।

১ম কিস্তির চূড়ান্ত ভতির পে স্প্লিপ ডাউন লোডঃ প্রার্থীকে Student Login Option- এ গিয়ে Download Pay Slip লিংক থেকে সোনালি সেবার Pay Slip Download করে Print করে নিতে হবে। উক্ত Print Copy নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-ইন-লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ক্লাশ শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

About Sanjida Sultana 2170 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.