মাত্র পাওয়া: এইচএসসির ফলাফল কবে প্রকাশ করা হবে জানালেন শিক্ষামন্ত্রী

বা’তিল হওয়া ২০২০ সালের এইচএস’সি পরীক্ষার ফলা’ফল ডিসে’ম্ব’রের ম’ধ্যেই প্রকাশ করা হবে বলে জানি’য়েছেন শি’ক্ষা’মন্ত্রী দীপু মনি। বুধবার দুপুরে সর’কারি ও বেসর’কারি স্কুলে প্র’থম থেকে অষ্টম শ্রে’ণি পর্যন্ত ভর্তি সং’ক্রা’ন্ত সং’বাদ সম্মে’লনে এ কথা জা’নান তিনি।

শিক্ষা’মন্ত্রী বলেন, কবে থেকে আ’বার ক্লা’স শুরু হবে তা নির্ভর করছে ক’রো’না পরিস্থিতির ওপর। তবে যখ’নই ক্লাস শুরু হবে শুরুর দি’কে বেশ কিছু স্বা’স্থ্য’বিধি অনু’স’রণ করতে হবে সবা’ইকে। সেক্ষে’ত্রে হয়’তো সবার সব দিন ক্লা’স নাও হতে পারে। তবে এস’এসসি ও এই’চএসসি শি’ক্ষা’র্থীদের ক্লা’সে জো’র দেয়া হবে বেশি। তাদে’র হ’য়তো এক’দিন বাদে বাকি সব দি’নই ক্লা’স নেয়া হবে।

এর আগে শি’ক্ষাম’ন্ত্রী জানান, এবারের এইচ’এসসির ফ’লাফল প্রকা’শ করা হবে জে’এসসি ও এসএসসি এবং সম’মানের পরী’ক্ষার ফ’লাফলে’র ভিত্তিতে।

দীপু মনি আ’রো বলেন, বর্ত’মানে শুধু প্রথম শ্রে’ণি’তে লটা’রি এবং অন্য ক্লাস’গুলো’র জন্য ভ’র্তি পরী’ক্ষা হয়। তবে চল’মান ক’রো’না পরি’স্থি’তির কার’ণে লটারি অ’নুষ্ঠা’নের সময় আগে’র মতো অভি’ভাব’করা শা’রী’রিক’ভাবে উপস্থিত থাকতে পা’র’বেন না।

About Sanjida Sultana 2197 Articles
Hi, I am Sanjida Sultana. I am the founder of this site. I regularly update all kind of job information of Bangladesh. I like to update all the latest job information regularly from daily newspaper and online job posting site.