
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । আজকে ১৩ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর অফিসের গেট এর সামনে “রেজাল্ট চাই” ব্যানারে মানববন্ধন করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৫ টি বিষয়ে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ফলাফল অতি দ্রুত প্রকাশের দাবী জানান, এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন দাবী পেশ করেন। অতি দ্রুত ফল প্রকাশ না করলে রাজ পথে তীব্র আন্দোলনের ঘোষনা দেন শিক্ষার্থীরা।
রেজাল্ট চাই” ব্যানারে মানববন্ধন করলো অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ভিডিও টি এখানে দেখুন
পরীক্ষা স্থগিত এবং নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ না হওয়ায় দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিসিএস সহ বিভিন্ন চাকরীতে আবেদন না করতে পারায় অনেকে ক্ষোভ জানান।

অনেকে ফল ্না পেয়ে হতাশ হয়ে পড়েছেন , ফল প্রকাশ না হওয়ায় অনেকে মা, বাবার স্বপ্ন পূরণ করতে পারছেন না অথচ বয়স বেড়ে যাচ্ছে বলে জানান।
Sanjida Ruma নামে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, খুব খারাপ লাগছে,সেখানকার সিকিউরিটি কয়েকজনকে মেরেছে।
[button color="green" size="medium" link="https://link.shomvob.co/topcircularbd" icon="" target="true"]Apply Online Here[/button]
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে [button color="green" size="small" link="https://link.shomvob.co/topcircularbd" icon="" target="true"]এই অ্যাপটি ইন্সটল করে[/button]এখনই আবেদন করুন
জাঃবি নিউজ